• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাঙামাটিতে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১৯:৩৯
Corona virus symptoms died
রাঙামাটি

রাঙামাটি শহরের ভেদভেদী বাজার এলাকার আব্দুল সোবাহান (৭০) নামের এক বৃদ্ধ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ শনিবার বিকেলে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল সোবাহান করোনার উপসর্গ শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ বিকেলে তিনি নিজ বাড়িতে মারা যান। এর আগে তার ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু তার রিপোর্ট এখনো আসেনি।

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, বৃদ্ধ লোকটির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো, কিন্তু তার রিপোর্ট আসেনি। তার আবারও নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব দাশ জানান, মৃত ব্যক্তির করোনা উপসর্গ ছিলো, তবে আমরা আবারও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠাবো। সকল স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন করা হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
X
Fresh