• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

রোববার থেকে ৬ দিন বিদ্যুৎ থাকবে না পটুয়াখালীতে

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ১৮:২৭
Patuakhali Barisal Power
ছবি সংগৃহীত

পটুয়াখালীতে কাল রোববার থেকে ছয় দিন বিদ্যুৎ থাকবে না। বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সঞ্চালন লাইনের রিকন্ডাস্টরিং কাজের সুবিধার্থে পটুয়াখালী জেলার অধিকাংশ এলাকা এবং বরগুনা জেলায় আমতলী, তালতলী ও বেতাগী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ লক্ষ্যে কাল সাত থেকে ৯ জুন এবং ১২ থেকে ১৪ জুন পর্যন্ত ৬ দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড অব কোম্পানির বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বাসরোধে সন্তান হত্যার পর নাটক সাজান মা
লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, মূল বেতনের সঙ্গে মিলবে নানা ভাতা
লোডশেডিং দেখতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে চুন্নুর এলাকায় যাওয়ার অনুরোধ
X
Fresh