spark
logo
  • ঢাকা রোববার, ১২ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৭ জন, আক্রান্ত ২৬৬৬ জন, সুস্থ হয়েছেন ৫৫৮০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৩ জুন ২০২০, ১৪:৩৯
যশোর মৃত্যু ব্যবসায়ী
ছবি সংগৃহীত
যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বছির উদ্দিন (৪০) নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা শহরের তিন নম্বর ওয়ার্ডের জিওলগাড়ি বেলেমাঠ এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

প্রতিবেশীরা জানান, বছির উদ্দিন বাড়িতে নিজের বৈদ্যুতিক মোটর (পানির পাম্প) মেরামত করছিলেন। সে সময় অসবধানতাবশত বৈদ্যুতিক লাইনের সুইচ অন করা ছিল। মেরামত করার সময় বৈদ্যুতিক লাইনের একটি তার তার কপালে এসে পড়লে তিনি বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৮৩৭৯৫ ৯৩৬১৪ ২৩৫২
বিশ্ব ১২৮৫৯০৩০ ৭৪৯৩৭৭৪ ৫৬৭৯৬১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়