• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে বাস শ্রমিকদের দুদফা সংঘর্ষে আহত ৫০  

সিলেট প্রতিনিধি

  ০২ জুন ২০২০, ২০:৫২
50 injured in two-way clash of bus workers in Sylhet
ঘটনাস্থলের চিত্র। ছবি- সংগৃহীত।

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) বিকেলে প্রথম দফার সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছিলেন পরে দ্বিতীয় দফার সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে কেন্দ্র করেই মূলত এ সংঘর্ষ। এই সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

জানা গেছে, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় দুই কোটি টাকা সেলিম আহমদ ফলিক আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠেছে। সভাপতি ফলিখ টাকার কোনো হিসাবও দিতে পারছেন না বলে শ্রমিকদের অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবার বেলা ১টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ের বাইরে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় তারা ফলিকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায় শুরু হয় সংঘর্ষ মারামারি গুলিবর্ষণ। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ঈদের আগে কল্যাণ তহবিলের টাকা থেকে পরিবহন শ্রমিকদের ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রেরণের দাবি জানিয়েছিলেন কয়েকজন শ্রমিক নেতা। কিন্তু সেলিম আহমদ ফলিক এতে রাজি হননি। পরে তার কাছে তহবিলের প্রায় আড়াই কোটি টাকার হিসাব চাওয়া হলে তিনি ৪১ লাখ টাকার হিসাব দেন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে ভাঙচুর করা হয় মিতালী পরিবহনের একটি বাস ও এনা পরিবহনের কাউন্টার। ওই সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ও র‌্যাব ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh