itel
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ৩৭৭৫ জন, সুস্থ হয়েছেন ২৪৮৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০২ জুন ২০২০, ১২:৩০ | আপডেট : ০২ জুন ২০২০, ১৩:১৮
coronavirus
ছবি সংগৃহীত
নোয়াখালীতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে। জেলায় এ নিয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন।

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান। মৃত ব্যক্তিরা হলেন, জেলার সেনবাগ উপজেলার ছয় নম্বর কাবিলপুর ইউনিয়নের মহিদিপুর গ্রামের আহসান উল্যাহ, বেগমগগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের খানপুর গ্রামের হানিফ ও একলাশপুর ইউনিয়নের নুরুল হক।

তিনি বলেন, গেল ৩০ ও ৩১ শে মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে  এক জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৬২৬ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাসেবা নিচ্ছেন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

নোয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়ে যাওয়ায় জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী  বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে আগামী সাত জুন পর্যন্ত।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৪৯২৫৮ ৬২১০৮ ১৮৮৮
বিশ্ব ১০৬০২০৭৬ ৫৮১৩১৮২ ৫১৪৩২২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়