• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

যশোরে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি

  ৩১ মে ২০২০, ১৭:৩৯
Woman dies of corona in Jessore
যশোরের মানচিত্র।

যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সেলিনা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হলেও এখনও ফলাফল পাওয়া যায়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ২৯ মে সেলিনা বেগম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার স্ট্রোক হয়েছিল। পাশাপাশি তার শরীরে করোনা উপসর্গও ছিল। সেকারণে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। করোনা নিশ্চিত হওয়ার জন্য তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারেও পাঠানো হয়।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে ইন্টার্ন ডাক্তার আরাফাত ও রুবেল ওই নারীকে মৃত ঘোষণা করেন। কিন্তু তার করোনার পরীক্ষার ফল এখনও আসেনি।

মৃত সেলিনা যশোর শহরের নীলগঞ্জ এলাকার মিল্টন শিকদারের স্ত্রী। মরদেহ পরিবারের কাছে হস্থাান্তর করা হয়েছে।

আরএমও ডা. আরিফ আহমেদ জানান, সতর্কতার সঙ্গে দাফনের জন্য ওই নারীর স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫ জনের মৃত্যু হলো। মৃত সেলিনা বেগমের স্বামী মিল্টন শিকদার জানান, সেলিনা প্রায় এক বছর ধরে থায়রয়েড রোগে ভুগছিলেন। ২৯ মে স্ট্রোক হওয়ায় তার অবস্থার অবনতি হয়। স্ট্রোক হওয়ায় তার হাত-পা অবশ হয়ে যায়। এছাড়া করোনা উপসর্গও দেখা দেয়। শনিবার রাতে তিনি মারা যান। তাকে পারিবারিকভাবে দাফন করা হবে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি
গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যশোরে রেকর্ড তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি
X
Fresh