• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

স্বাস্থ্যবিধি না মেনে ঢাকা যাচ্ছে হাজার হাজার যাত্রী

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০২০, ১৫:৫২
Thousands of passengers are going to Dhaka without following the hygiene rules
ছবি সংগৃহীত

লঞ্চ ও গণপরিবহন বন্ধ থাকায় বরিশালসহ দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ কর্মস্থলে যোগ দিতে মাইক্রোবাস, মহেন্দ্র ও মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা যাচ্ছে। এক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। বরিশাল নগরীর নথূল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষণীয়। যেহেতু আগামী ৩১ মে সাধারণ ছুটি শেষ হচ্ছে। যানবাহন সংকটের কারণে ঈদের পরের দিন থেকেই মানুষ ছুটছে রাজধানীতে।

এসব যাত্রীরা পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, বরগুনা ও পিরোজপুর থেকে বরিশাল এসে নথুল্লাবাদ থেকে মাইক্রোবাস, প্রাইভেটকার, মহেন্দ্র, সিএনজি ও অটো ও মোটরসাইকেলে সকল নিয়ম অমান্য করে ঢাকা যাচ্ছে। এ ব্যাপারে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সাধারণ মানুষদের মতে নিয়ম ভঙ্গ করে ঈদের আগে এভাবে বরিশালে আশা এবং পরে বরিশাল থেকে ঢাকায় যাওয়ার ফলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের ৪০ ডিগ্রি ছাড়াল ঢাকার তাপমাত্রা
ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ আজ, প্রাথমিক খোলা 
পুরান ঢাকায় ঐতিহ্যবাহী নবাবের পুকুরে ৫ টাকায় দিনভর গোসল
ঢাকা সাব এডিটরস কাউন্সিল সাহিত্য পুরস্কার পেলেন সোহেল অটল
X
Fresh