• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সুন্দরবনে ডিম পেড়েছে ‘জুলিয়েট’

মোংলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০২০, ১৫:১০
Juliet's egg mother
ছবি সংগৃহীত

সুন্দরবনের করমজলের বন্যপ্রজনন কেন্দ্রে মা কুমির জুলিয়েট ৫২ টি ডিম পেড়েছে।

শুক্রবার সকালে কেন্দ্রের কুমির প্রজনন কেন্দ্রে এই ডিম পাড়ে জুলিয়েট। এ নিয়ে জুলিয়েট ডিম পেড়েছে মোট ১৫ বার। করমজল বণ্যপ্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ কবির এ তথ্য জানান।

তিনি বলেন, জুলিয়েটের পাড়া ৫২ টি ডিমের মধ্যে ১৪ টি ডিম বাচ্চা ফুটানোর জন্য জুলিয়েটের বাসায় রাখা হয়েছে। আর বাকি ২৬ ডিম পুরাতন ইনকিউবেটরে (বাচ্চা ফুটানোর কৃত্রিম পদ্ধতি) রাখা হয়।

আজাদ কবির আরও বলেন, করমজলের বণ্যপ্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ১৯৫ টি কুমির রয়েছে। এর মধ্যে জুলিয়েট ও পিলপিল নামে দুটি মা কুমির এবং রোমিও নামে পুরুষ কুমির দিয়ে করমজলের কুমির প্রজনন কেন্দ্রে বাচ্চা ফুটানোর প্রজনন কার্যক্রম চালু করা হয়। ২০০০ সালে এই প্রজনন পদ্ধতি চালু করা হয় বলেও তিনি জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি শামীম ওসমান
বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খালিদ
মেসিকে নিয়ে বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
জিম্মি নাবিকদের ছাড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh