• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০২০, ১৫:৩৭
The highest corona was identified in one day in Shariatpur
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে এই প্রথম একদিনে সর্বোচ্চ ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২১ জন ছাড়ালো। এছাড়া করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আইসোলেশনে মুজাম্মেল মুন্সী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিসের করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ফোকাল পার্সন ডা. মো. আব্দুর রশিদ জানান, ঢাকার আইডিসিআর থেকে আসা রিপোর্ট দেখে আমরা আতংকিত হয়েছি। শরীয়তপুরে এই প্রথম একদিনে সর্বোচ্চ ৩১ জন করোনায় আক্রান্ত হলো। এর আগে কখনো এক সঙ্গে এতজন করোনা আক্রান্ত হয়নি।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদরে ১৫, নড়িয়া উপজেলায় ৩, ডামুড্যা উপজেলায় ৪, গোসাইরহাট উপজেলায় ৮ ও ভেদরগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন।

জেলা সিভিল সার্জন এস.এম আব্দুল্লাহ্ আল-মুরাদ বলেন, শরীয়তপুরে দিনদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এছাড়া করোনায় আক্রান্তদের ৩৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ মরদেহ হস্তান্তর, মৃত একজনের পরিচয় শনাক্ত করা যায়নি 
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
X
Fresh