• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যমুনায় নৌকাডুবির ঘটনায় আরও ৪ জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০২০, ১২:৩৯
যমুনায় নৌকাডুবির ঘটনায় আরও ৪ জনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার আরও চারটি মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে শিশুসহ নয়জনের মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৭ যাত্রী।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানান, আজ বৃহস্পতিবার সকালে যমুনা নদীর চৌহালী উপজেলার মিটুয়ানী, স্থলচর ও আজিমুদ্দিন মোড় এলাকায় চারটি মরদেহ ভেসে উঠে। পরে এলাকাবাসী মরদেহগুলো উদ্ধার করে পারে নিয়ে আসে। তাৎক্ষনিকভাবে মরদেহরে পরিচয় পাওয়া যায়নি।

এদিকে পুলিশের বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহিনুর কবির জানান, আজ সকালে এনায়েতপুরের স্থলচরের পাশে একটি মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহটি মানিকগঞ্জের সিংগাইর এলাকার আলম (২৬) এর বলে তিনি নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।

উল্লেখ্য, গেল মঙ্গলবার এনায়েতপুর থেকে প্রায় ৭২ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও তিনটি মরদেহ উদ্ধার হয়।

এছাড়া মঙ্গলবার জীবিত অবস্থায় আরও ৫৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় বর্তমানে নিখোঁজ রয়েছেন আরও ৭ যাত্রী। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক ছিল বলে জানা গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
মোজাম্বিক উপকূলে নৌকাডুবি, ৯০ জনেরও বেশি নিহত
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
সেনেগালে নৌকাডুবিতে অন্তত ২০ অভিবাসীর মৃত্যু
X
Fresh