• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বৌভাত খেয়ে ফেরার পথে নৌকাডুবিতে কনের বাবাসহ নিখোঁজ ৪

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ২৮ মে ২০২০, ১০:৪৪
বৌভাত খেয়ে ফেরার পথে নৌকাডুবিতে কনের বাবাসহ নিখোঁজ ৪
রংপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় মেয়ের বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নৌকা ডুবে কনের বাবাসহ ৪ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৭ মে) বিকেলে ৪টার দিকে ধরলা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজরা হলেন- উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকার কনের বাবা নুরু মিয়া (৬০), আমেনা খাতুন (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে নাজমা খাতুন (১৮) এর সাথে পার্শ্ববর্তী বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীর চর কলাকাটার নামানির চর এলাকার আব্দুল হাইয়ের ছেলে আলমগীর হোসেনের (২২) সাথে বিয়ে হয়। বুধবার বরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মেয়ে পক্ষের প্রায় ৪০-৪৫ জন লোক নৌকা নিয়ে বাড়ির ফিরতে রওনা হন। কিন্তু হঠাৎ মাঝ নদীতে বৃষ্টি শুরু হলে বৃষ্টি থেকে রেহাই পেতে নৌকার সকলেই পলিথিন নিয়ে টানাটানি করতে থাকেন। হুড়োহুড়ি করার কারণে নৌকাটি এসময় উল্টে ডুবে যায়। তাৎক্ষনিক অধিকাংশ যাত্রী সাঁতার কেটে নদীর তীরে আসলেও কনের বাবা নুর ইসলামসহ (৫০) চার ব্যক্তি নিখোঁজ হন। আজ বৃহস্পতিবার সকাল থেকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, নিখোঁজ ৪ জনের মধ্যে কনের বাবাসহ ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
মোজাম্বিক উপকূলে নৌকাডুবি, ৯০ জনেরও বেশি নিহত
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
সেনেগালে নৌকাডুবিতে অন্তত ২০ অভিবাসীর মৃত্যু
X
Fresh