• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আশ্রয়কেন্দ্রে ঢোকার আগে লোকজনকে করা হয় জীবাণুমুক্ত

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ২১:২৩
আশ্রয়কেন্দ্রে ঢোকার আগে লোকজনকে করা হয়  জীবাণুমুক্ত
ছবিঃ সংগ্রহীত

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজনের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সিপিপির সদস্যরা।

বুধবার বিকেল থেকে প্রায় ২০ হাজার লোক বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। ইউএনডিপির আর্থিক সহযোগিতায় ১১টি ইউনিয়নের ১৭৭টি ইউনিটের সিপিপি সদস্যদের মাধ্যমে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া প্রত্যেককে একটি মাস্ক, একটি সাবান, ডেটল ও পানি বিশুদ্ধ করণ টেবলেট দেয়া হয়। এছাড়া আশ্রয়কেন্দ্রে প্রবেশ করার পূর্বে প্রত্যেকের শরীরে জীবাণুনাশক পানি স্প্রে করে প্রবেশ করতে দেয়া হয়েছে। এ জন্য প্রতিটি আশ্রয়কেন্দ্রে একটি করে বড় স্প্রে মেশিন সরবরাহ করা হয়।

ইউএনডিপি বাংলাদেশের আইসিবিএ-এআর প্রকল্পের আওতায় উপজেলা সহ-ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ইউএনডিপির হাতিয়া প্রতিনিধি আব্দুল কাইয়ুম জানান, দুর্যোগ মুহূর্তে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজনের মাধ্যমে যেন করোনার সংক্রামণ বৃদ্ধি না পায় সে জন্য এসব সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া আশ্রয়কেন্দ্রে লোকজনকে সামাজিক দূরত্ব মেনে অবস্থান করার জন্য সিপিপি সদস্যদের মাধ্যমে তদারকি করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
এমপি একরামুলের শাস্তি দাবি জেলা আ.লীগের
X
Fresh