• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে করোনায় প্রথম মৃত্যু

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ১৯ মে ২০২০, ২২:২৬
Freedom fighter Khairul Alam (60) died of corona positive in Rajapur village

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে করোনা পজিটিভ নিয়ে মুক্তিযোদ্ধা খায়রুল আলমের (৮০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ জেলায় এই প্রথম কোনও করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটলো।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা খালেদুর রহমান জানান, গত ১০ তারিখ তিনি ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে চিকিৎসা কালীন অবস্থায় বাড়িতে আসেন। তবে সেখানে করোনা পরীক্ষা করলেও করোনা ধরা পড়েনি।
এরপর ১৬ মে তার করোনা পজিটিভ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে। পরের দিন ১৭ মে তার করোনা পজিটিভ আসে। এরপর প্রশাসন তার বাড়িটি লকডাউন ও তাকে বাড়িতেই রেখেই চিকিৎসা শুরু করে। এদিকে তার স্ত্রী করোনায় আক্রান্ত বলে তিনি জানান।

জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, বিকেলে তার গার্ড অব অনার প্রদান শেষে করোনার সকল নিয়ম মেনে তার বাড়িতে তার লাশ দাফন করা হয়েছে।

ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায় এ পর্যন্ত জেলায় ৬৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর ভিতর এই প্রথম কোনও করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটলো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ফরিদপুরের দুর্ঘটনার কারণ জানাল তদন্ত কমিটি
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
X
Fresh