• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় আম্পান: হাতিয়ায় গ্রামে গ্রামে চলছে মাইকিং 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ২২:৩৬
ঘূর্ণিঝড় আম্পান: হাতিয়ায় গ্রামে গ্রামে চলছে মাইকিং 

ঘূর্ণিঝড় আম্পান এর প্রভাবে ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় পড়ায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় গ্রামে গ্রামে মাইকিং করেছে সিপিরি সদস্যরা। আজ সোমবার (১৮ মে) বিকেল থেকে তারা জনগণকে সচেতন করতে মাইকিং করছে।

ঘূর্ণিঝড় সতর্কতায় মাইকিং ছাড়াও সিপিপির ১৭৭টি ইউনিটে সিগনাল পতাকা উত্তোলন করা হয়েছে।

এছাড়া সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

এদিকে দুর্যোগ মোকাবিলায় হাতিয়ায় বিচ্ছিন্ন চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নে থাকা ১৮৫টি আশ্রয়কেন্দ্রকে প্রস্তুত করা হচ্ছে। জরুরি প্রয়োজনে জনগণকে এসব আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh