• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

শপিং করতে এসে হাজতে!

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৮ মে ২০২০, ২১:১৩
Arrested for shopping!
শপিং করতে এসে হাজতে!

এসেছিলেন শপিং করতে। কিন্তু তাদের ঠাঁই হলো হাজতে! স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে তাদের আটক করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ। আজ সোমবার (১৮ মে) বিকেলে নগরীর রিয়াজুদ্দিন বাজারে বিভিন্ন শপিংমলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার শর্তে দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দেয়া হয়েছিল। স্বাস্থ্যবিধি না মানায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ক্রেতা বিক্রেতা উভয়েই আছেন। আমাদের এই কড়া অবস্থান অব্যাহত থাকবে।’

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, নগরীর মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না তা পর্যবেক্ষণে আজ ড্রোন নিয়ে মাঠে নামে কোতোয়ালী থানা। এ সময় দেখা যায়, অধিকাংশ দোকানই বাইরে তালা ঝুলিয়ে ভেতরে বেচাবিক্রি করছেন। স্বাস্থ্যবিধির কোনও নির্দেশনাই তারা মানছেন না। পরে সেখান থেকে চারজন বিক্রেতা এবং পাঁচজন ক্রেতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংক্রমণ আইনে মামলা রুজু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোতোয়ালী থানার ওসি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত
‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন’
রাত ৮টার পর বন্ধ হচ্ছে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান
X
Fresh