• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নির্দেশনা না মানায় সাভারের মার্কেট বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০২০, ১২:০৭
Savar market is closed if the instructions are not followed
সাভার

সামাজিক দূরত্ব ও সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় সাভারে আজ রবিবার (১৭ মে) থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাভার উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ মে) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জুমন।

সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, শপিং মল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এর আগে জনসাধারণের ১০ মে মার্কেট ও শপিং মল খুলে দেয়া হয়। কিন্তু সেখানে ক্রেতা-বিক্রেতারা সরকারি শর্ত মেনে চলার বিষয়ে অবহেলা করছে। যা সবার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুনরায় মার্কেট ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ইউএনও পারভেজুর রহমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ১৭ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
X
Fresh