• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে করোনাকে জয় করে বাসায় ফিরলেন দুজন

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ মে ২০২০, ১২:৪৫
Corona is healthy in Dinajpur
ছবি সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও দু’জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার জানান, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের শরীরে গেল ১৪ এপ্রিল করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছিল। তারা প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর সম্পূর্ণ সুস্থ হলেন। এ নিয়ে উপজেলায় মোট তিন জন সুস্থ হলেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে করোনাজয়ীদের বাড়িতে গিয়ে তাদের হাতে সুস্থতার সনদপত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা সমাজসেবা অফিসার শুভ্রকুমার প্রকাশ, ইউ,পি চেয়ারম্যান মো. সায়েম সবুজসহ হাসপাতালের অন্যান্য মেডিকেল অফিসারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সুস্থ ব্যক্তিরা হলেন, নবাবগঞ্জ উপজেলার বড় কচুয়া গ্রামের সাহাবুদিন (৫০) ও হাতিশাল গ্রামের সামিউল ইসলাম(২৪)।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, তদন্তে কমিটি
গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন 
X
Fresh