• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আগামীকাল থেকে চুয়াডাঙ্গায় সব মার্কেট-শপিংমল বন্ধ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ মে ২০২০, ২০:৩০
The district administration has announced closure of all markets and shopping malls in Chuadanga
চুয়াডাঙ্গা

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারার কারণে আগামীকাল শুক্রবার থেকে চুয়াডাঙ্গার সব মার্কেট ও শপিংমল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাজার মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সাধারণ মানুষ যাতে ঈদের কেনাকাটা করতে পারে সেইজন্য ১৫টি সরকারি নির্দেশনা দিয়ে সীমিত আকারে গত ১০ মে থেকে জেলার মার্কেট ও শপিংমল খুলে দেয়া হয়। তবে, প্রথম দিন থেকেই সরকারি নির্দেশনা মানতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অনীহা দেখা গেছে।

এতে জেলায় করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে- এমন আশঙ্কায় আবারও এসব মার্কেট ও বিপণী বিতান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মূলত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মানায় জেলার মার্কেট ও শপিংমলগুলো আবারও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মে থেকে ঈদের কেনাকাটার জন্য সরকার দেশের বিপণী বিতান ও মার্কেটগুলো সীমিত আকারে খুলে দিয়েছিল।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি 
তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা রেকর্ড ৪২.২
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি, জনজীবনে অস্থিরতা
X
Fresh