logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

পাথরঘাটায় রেহাই পাচ্ছে না কোনো পোনা মাছ [ভিডিও]

ফেরদৌস খান ইমন, বরগুনা
|  ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৬ | আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৬:৩৪
বরগুনার পাথরঘাটার নদীগুলোতে অবাধে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার চলছে। মাছ শিকারীদের আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না জাটকাসহ বিভিন্ন জাতের পোনা মাছ গুলোও। খাবার অনুপযোগী হওয়ায় এসব পোনা রাবিশ হিসেবে চলে যাচ্ছে শুঁটকী পল্লীতে।

কাক ডাকা ভোরে বঙ্গোপসাগর মোহনা সংলগ্ন নদী বলেশ্বর ও বিষখালী থেকে অবৈধ চরগড়া বেহুন্দি, কারেন্ট ও নেট জাল দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট মাছ শিকার করে নৌকা বা ট্রলারে করে নিয়ে আসে ঘাটে। সেখান থেকে খাবার উপযুক্ত কিছু মাছ নিয়ে যাওয়া হয় বাজারে।

আধা ইঞ্চি  ছিদ্র এবং সাড়ে চার মিটার চওড়া জ্বাল দিয়ে মাছ শিকারের নিয়ম থাকলেও তা মানছে না জেলেরা। ফলে এসব জাল থেকে রেহাই পাচ্ছে না পোনা মাছ। ছোট এই রেণু মাছগুলো বিক্রি করা হয় শুটকি পল্লীতে। যার দ্বারা তৈরি হয় ফার্মের মাছ ও মুরগির খাবার।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, মাছ রক্ষায় সারা বছরের জন্য কিছু নদীতে সব ধরণের জাল নিষিদ্ধ করা হয়েছে। তবুও বন্ধ করা যাচ্ছেনা মাছ ধরা। সরকার চড়গড়া ও বেহুন্দিসহ সকল জালকে অবৈধ ঘোষণা করেছে। অবৈধ জাল বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়