• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উল্লাপাড়ায় বিপুল পরিমাণ ভেজাল ঘি জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ মে ২০২০, ১৪:২৯
ঘি ভেজাল খাদ্য
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে ভেজাল ঘি তৈরির সময় এক অবৈধ কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সময় ওই কারখানায় ঘি তৈরিতে ব্যবহৃত ৩৬০ কেজি ডালডা, ৩৫০ কেজি পামওয়েল, রং, কেমিকেল ৪২ মণ ভেজাল ঘি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

উল্লাপাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শহিদুল ইসলাম রন্টু তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানের নেতৃত্বে পৌর শহরের ঘোষগাতি মহল্লার ঘি ব্যবসায়ী সুজন কুমারের বাড়ির কারখানায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ঘি ব্যবসায়ী সুজন কুমারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সময় জব্দকৃত ৪২ মণ ঘি ব্যবহৃত ৭২০ কেজি কাঁচামাল জনসমক্ষে ধ্বংস করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
এ বছর খাদ্যশস্য উৎপাদন খুবই ভালো : নাছিম
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
X
Fresh