• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কুড়ে ঘরে, ঘুমন্ত মা-মেয়ে নিহত

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০২০, ১৩:০৮
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক কুড়ে ঘরে, ঘুমন্ত মা-মেয়ে নিহত
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক মহাসড়কের পাশের একটি ঘরে ঢুকে পড়ে। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন।

শনিবার ভোররাত ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুরের সড়কপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাজলী বেগম (৪৩)। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কুড়ে ঘর নির্মাণ করে বসবাস করতেন।

জানা গেছে, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ভোর রাতে উমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ে মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেকার দিয়ে ট্রাক সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) আটক করেছে পুলিশ।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে পাওয়ার টিলারের চাপায় শিশুর মৃত্যু
সাতক্ষীরায় ট্রাক উল্টে নিহত ২, আহত ১১
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, প্রাণ গেল মামা-ভাগনের
বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেল ৫ জনের
X
Fresh