• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় সাতজন করোনাভাইরাসে আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ মে ২০২০, ১২:১৬
করোনা আক্রান্ত নওগাঁ
ছবি সংগৃহীত

নওগাঁয় নতুন করে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালও ৬০ জনে।

গেল তিন দিনে নওগাঁ জেলায় ২৫৬টি নমুনা ফলাফলের বিপরীতে ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। যা কিনা বৃহস্পতিবারের সাতজনের নমুনা ফলাফল রিপোর্টে সাতজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিত পাওয়া গেছে।

নওগাঁ জেলায় ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজশাহী বিভাগের আক্রান্তদের তালিকায় শীর্ষ অবস্থানে আছে এই জেলা বলে জানান সিভিল সার্জন কর্মকর্তা।

জেলা সিভিল সার্জন কর্মকর্তা বলেন, আজ জেলায় ঢাকা থেকে সাতজনের নমুনা রিপোর্ট এসেছে। এদের মধ্যে সাতজনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে রানীনগর উপজেলার একজন স্বাস্থ্য কর্মী (স্যাকমো ) এবং নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিপিইপিআই একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি আক্রান্ত ব্যক্তিরা অধিকাংশই ঢাকা সাভারফেরত বলে তিনি জানান।

তিনি বলেন, আক্রান্ত সকলেই সুস্থ আছেন। আক্রান্তদের শারীরিক অবস্থা দেখে সকলেরই হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
প্রার্থীর মৃত্যুতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
X
Fresh