• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সুপারি চারা নিয়ে সংঘর্ষে আহত ৮

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ মে ২০২০, ১৪:১৯
নড়াইল খুলনা সংঘর্ষ
ছবি সংগৃহীত

একটি সুপারি চারা মাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আটজন জখম। নড়াইল মাগুরা জেলাসংলগ্ন ঘোষগাতী গ্রামে মঙ্গলবার পাঁচ মে বিকেলে ঘটনায় এক নারীসহ গুরুতর আহত চারজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ স্থানীয়রা জানায়, ঘোষগাতী গ্রামের কায়েম বিশ্বাসের কিশোর ছেলে হাফিজুর মুরগি তাড়া করতে গিয়ে অসাবধানতায় প্রতিবেশী সৈয়দ মোল্যার একটি সুপারি গাছের চারা ভেঙে ফেলে

নিয়ে হাফিজুরকে লাঠিপেটা করে সৈয়দ মোল্যার ছেলে শামিম। হাফিজুরের স্বজনরা এর প্রতিবাদ করতে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয়পক্ষে অন্তত আটজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কায়েম বিশ্বাসের ছেলে রফিকুল তার স্ত্রী ইয়াসমিনসহ চারজনকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। তাদের আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. বিভাষ আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন সংঘর্ষের ঘটনায় আটজনকে ভর্তি করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
X
Fresh