• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০২০, ১৮:৩০
ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ত্রাণের দাবিতে দিনাজপুর সদর উপজেলার উত্তর গোবিন্দপুরে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশ মানুষ। এসময় সড়কের উভয় পাশে আটকা পড়ে অসংখ্য পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ত্রাণ দেয়ার বিষয়ে আশ্বস্ত করলে অবরোধের তুলে নেন বিক্ষোভকারীরা।

আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ১টার দিকে ওই এলাকার আদিবাসীসহ কয়েকশ নারী-পুরুষ মহাসড়কের উপর অবস্থান নিয়ে ত্রাণের দাবিতে বিক্ষোভ করতে থাকে। যাদের অধিকাংশই আদিবাসী ও কৃষি শ্রমিক।

এসব বিক্ষোভকারীদের দাবি এই এলাকায় সরকারের কোনো ত্রাণ আসেনি। কোনো প্রকার সাহায্য-সহায়তা এপর্যন্ত তারা পাননি। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের কোনো খোজ-খবরও নিচ্ছেন না। তাদের ঘরে খাবার নেই।

এসএস /সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে আমেরিকা
গাজায় ১৯৬ ত্রাণকর্মী নিহতের তদন্ত চায় জাতিসংঘ
গাজায় প্রতিদিন কয়টি ত্রাণবাহী ট্রাক ঢুকতে পারবে, জানাল ইসরায়েল
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
X
Fresh