• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

‘গ্রাহকদের অসুবিধা হলে আমাদের কিছু করার নেই’

বেনাপোল সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ১৪ এপ্রিল ২০২০, ০৯:৫১
ব্যাংক লকডাউন বেনাপোল
প্রতিকী ছবি

সরকারি নির্দেশ অমান্য করে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ব্যক্তি মালিকাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

টাকার অভাবে বন্দর থেকে পণ্য খালাস নিতে না পারায় বন্দরে আটকা পড়েছে কোটি কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী।

কাস্টমস, বন্দর খোলা থাকলেও ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা টাকার অভাবে বন্দর থেকে পণ্য খালাস করতে পারছেন না। ফলে ব্যবসায়ী মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ উত্তেজনা।

বেনাপোল বন্দর এলাকায় মোট ১৮টি ব্যাংক রয়েছে। এর মধ্যে অধিকাংশ ব্যাংক বন্ধ রয়েছে। সরকার যেখানে বেনাপোল বন্দর সচল রাখতে সাত দিনে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছ, সেখানে ব্যাংক বন্ধ থাকায় হতবাক ব্যবাসয়ীরা। শুধুমাত্র খোলা রয়েছে সোনালী, জনতা, অগ্রণী, ইসলামী ব্যাংক। ব্যাংকগুলো করোনার মধ্যেও গ্রাহকসেবা অব্যাহত রেখেছে।

করোনার মধ্যে দেশের সব বন্দর এলাকায় প্রতিদিন ব্যাংক তিন ঘণ্টা খোলা রয়েছে সরকারি নির্দেশে। শুধু বেনাপোল বন্দরের ব্যাংকগুলোই তা পালন করছে না।

বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার এআরএম রকিবুল হাসান জানান, করোনার মধ্যেও আমরা সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রেখে সেবা দিয়েছি।

তবে অন্যান্য ব্যাংকগুলো কেন বন্ধ রাখা হয়েছে সেটা আমার জানা নেই। বন্দর এলাকার ব্যাংকগুলো খোলা রাখা উচিত দেশের স্বার্থে।

বেনাপোল পূবালী ব্যাংকের ম্যানেজার রিপন কুমার জানান, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ব্যাংক বন্ধ রেখেছি। গ্রাহকদের অসুবিধা হলে আমাদের কিছুই করার নেই।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, সরকার বেনাপোল বন্দর থেকে বছরে পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকে।

করোনার কারণে বেনাপোলে অধিকাংশ ব্যাংক বন্ধ থাকায় আমরা ব্যবসায়ীরা বন্দর থেকে পণ্য খালাস করতে পারছি না। সরকার যেখানে বেনাপোল বন্দরকে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে, সেখানে ব্যাংকগুলো কীভাবে ইচ্ছেমতো বন্ধ রেখে ব্যবাসায়ীদের হয়রানি করছে-সেটা বোধগম্য নয়। অবিলম্বে সব ব্যাংক খুলে দেয়ার জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপ্রিলে প্রবাসী আয় প্রায় সাড়ে ২২ হাজার কোটি টাকা
টাঙ্গাইলে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি
‌‘দেশের ৭৩ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার পায় না’
X
Fresh