• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কয়েদিদের জন্য মাশরাফির অনন্য উদ্যোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০২০, ১৫:৪১
কয়েদীদের জন্য মাশরাফির অনন্য উদ্যোগ
মাশরাফি বিন মোর্ত্তজা

করোনাভাইরাসের প্রভাব বাংলাদেশকেও গ্রাস করছে ধীরে ধীরে। এই সময়ে সবাই সবার পরিবারের সঙ্গে আছেন। সময় দিচ্ছেন কাছের মানুষদের।

সবাই সবার অবস্থানে থেকে যতটা পারছেন সতর্ক থাকতে। কেন না এই সতর্কতাই পারে করোনা থেকে বাঁচাতে।

কিন্তু জেলখানায় যারা আছেন তাদের? কে করবে যত্ন, কে করবে সতর্কতা। এই মানুষদের জন্যও চিন্তা করেছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্ত্তজা।

আজ রোববার এলাকায় করোনা পরিস্থিতি দেখেছেন ঘুরে ঘুরে। কে কোথায় অসুবিধায় আছেন, সবাই ত্রাণ পাচ্ছেন কী না ঠিক মতো তদারকি করেছেন এসবের।

এর পর উপস্থিত হোন নড়াইল জেলা কারাগারে। সেখানে কয়েদিদের সুরক্ষার জন্য ব্যবস্থা করেন মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার ও সাবান।

এ সময় মাশরাফি বলেন, এখানে যারা আছেন উনারাও আমাদের সমাজেরই মানুষ। ছোট-খাটো ভুলে এখানে আছেন। তো মূল উদ্দেশ্য হচ্ছে, উনারাও সুস্থ থাকুক। উনারা অসুস্থ হলেও আমাদেরই দেখতে হবে তাই এই উদ্যোগটা নেয়া। অনেকে জামিন পেয়ে বেরও হতে পারেন। আশা করি বের হয়ে নিরাপদে থাকবেন এবং যাদের সঙ্গে মেলামেশা করবেন তাতেও নিয়ম কানুন মেনে চলবেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদীয় স্থায়ী কমিটিতে সাকিব-মাশরাফি
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফী
X
Fresh