logo
  • ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৩ জন, সুস্থ হয়েছেন ৫৯০ জন, নমুনা পরীক্ষা ১১৩০১টি: স্বাস্থ্য অধিদপ্তর

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১০ এপ্রিল ২০২০, ১২:৩৩
আগুন বালুখালী কক্সবাজার
ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের কয়েকটি ঘর একজন স্থানীয় বাসিন্দার বাড়ি পুড়ে গেছে।

সময় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল বৃহস্পতিবার রাতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদৌহা আরটিভি অনলাইনকে জানান, বালুখালী নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের ২৬ নম্বর শেড থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে রোহিঙ্গাদের দুটি শেডের কয়েকটি ঘর দোকান পুড়ে গেছে। সময় রোহিঙ্গারা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট শার্কিট বা সিলিন্ডার থকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনায় প্রায় ১৫টি ঘর দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি হতাহতের খবর পাওয়া যায়নি।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, আগুনে ক্যাম্পের পাশে জামাল হোসেন নামে একজন স্থানীয়ের বাড়ি পুড়ে গেছে।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪২৮৪৪ ৯০১৫ ৫৮২
বিশ্ব ৫৯০৬২০২ ২৫৭৯৮৭৭ ৩৫২০২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়