• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেলেন ৬৭২ জন

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ১২:২৭
বরিশাল হোম কোয়ারেন্টিন
প্রতিকী ছবি

বরিশাল নগরী ও জেলার ১০টি উপজেলায় দেশের বাইরে থেকে যারা এসেছেন তাদের মধ্যে এ পর্যন্ত ৬৯২ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে নিয়েছে স্থানীয় প্রশাসন।

এদের মধ্যে ৬৭২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ২০ জন কোয়ারেন্টিনে রয়েছেন। গেল ২৪ ঘণ্টায় দু’জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এবং ১৪৭ ব্যক্তিকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ তথ্য জানিয়েছে বরিশালের সিভিল সার্জন অফিস কন্ট্রোল রুম থেকে।

গতকাল সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বরিশাল নগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের তালতলি এলাকার রাড়ী মহল খান বাড়ির ইউসুফ আলী (৫০) জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ার ৩০ মিনিটের মধ্যে মারা গেছেন। প্রশাসন ওই ব্যক্তির বাড়ি ও পার্শ্ববর্তী এলাকা লকডাউন করেছে।

বরিশালের উজিরপুরের তিন নম্বর ওয়ার্ডের রাখাল তলা, কালির বাজার এলাকায় ঢাকা থেকে জ্বর নিয়ে আসা আ. রশিদ বেপারী নামে এক ব্যক্তির করোনা উপসর্গ দেখা দেয়ায় ছয় বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছে আজ করোনা ভাইরাস পরীক্ষার জন্য রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন আটজনের মধ্যে একজন নারী, সাতজন পুরুষ।

এ তথ্য জানিয়েছে করোনা ইউনিটের কন্ট্রোল রুম থেকে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা অলিউল হক রুমি আর নেই
ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh