• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খাদ্য পেলেন বাগদি সম্প্রদায়ের মানুষ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০২০, ১২:১৬
মানিকগঞ্জ খাদ্য কাগদি
মানিকগঞ্জের শিবালয়ে কাগদি সম্প্রদায়ের মধ্যে উপজেলা প্রশাসনের খাদ্য বিতরণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতীরবর্তী গুয়ারিয়া গ্রামের অনগ্রসর বাগদি সম্প্রদায়ের ২৫টি পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

গতকাল রোববার বিকেলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ তাদের হাতে এই ত্রাণ সহায়তা তুলে দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ আরটিভি অনলাইনকে জানান, সমাজের মূল ধারার বাইরে এই বাগদি সম্প্রদায়ের মানুষ মাছ-কাঁকড়া-কুইচ্যা-কচ্ছপ শিকার করে এবং ইঁদুরের গর্ত থেকে ধান কুড়িয়ে চলে তাদের জীবন। করোনাভাইরাসের সংক্রমরোধে সামজিক দূরত্ব রক্ষা করতে গিয়ে তারা ঘরে অবস্থান করছে। যে কারণে তাদের আয়-রোজগার বন্ধ আছে।

এ কারণে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, তাদের হাতে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব রক্ষা করেই এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে আমেরিকা
গাজায় ১৯৬ ত্রাণকর্মী নিহতের তদন্ত চায় জাতিসংঘ
গাজায় প্রতিদিন কয়টি ত্রাণবাহী ট্রাক ঢুকতে পারবে, জানাল ইসরায়েল
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
X
Fresh