• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুই দেয়ালের মাঝে আটকা পড়লো গরু

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০২০, ০৯:১৫
গরু আটকা মৌলভীবাজার
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই দেয়ালের মধ্যে আটকা পড়ে একটি গরু। অনেক চেষ্টা করেও গরুটি বের হতে পারছিল না। শেষ পর্যন্ত খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে গরুটি উদ্ধার করেন।

গতকাল রোববার বিকেলে কুলাউড়া পৌর শহরের আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। গরুর মালিক পাশের জগন্নাথপুর এলাকার বাসিন্দা লাল মিয়া।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আলালপুরে দুটি বাড়ির সীমানাপ্রাচীরের মাঝখানে সামান্য জায়গা ফাঁকা। বিকেল পাঁচটার দিকে ওই ফাঁকা জায়গায় গরুটি আটকে চিৎ হয়ে পড়ে থাকতে দেখেন একটি বাড়ির লোকজন। গরুটি নড়াচড়া করতে পারছিল না। বিষয়টি কুলাউড়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে গরুটি উদ্ধার করেন।

বেলায়েত হোসেন বলেন, ‘দুটি সীমানাপ্রাচীরের মাঝখানে ফাঁকা জায়গা একেবারেই কম। একজনকে ঢোকানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হই। এ অবস্থায় বিকল্প ব্যবস্থা নেই। পানির সঙ্গে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে সীমানাপ্রাচীরে ঢেলে পিচ্ছিল করি। এরপর দড়ি ফেলে কৌশলে গরুটিকে বেঁধে টেনে তুলি। এতে এক ঘণ্টার মতো সময় লাগে। গরুটির শরীরে কোনও আঘাত লাগেনি। পরে এটিকে মালিকের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, খাবার খেয়ে বেরোনোর চেষ্টাকালে ভুল পথে গিয়ে গরুটি আটকা পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
বংশমর্যাদায় এক গরুর দাম কোটি টাকা!
X
Fresh