• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চাল পাচারের ঘটনায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০২০, ১৫:২৫
চাল নোয়াখালী যুবলীগ
ফাইল ছবি

নোয়াখালী সদরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের ঘটনায় আন্ডারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোছলেহ উদ্দিনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত মোছলেহ উদ্দিনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম সরদার জানান, শুক্রবার ভোরে আন্ডারচর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে হতদরিদ্রদের মধ্যে বিলির জন্য বরাদ্দকৃত ছয় বস্তা চাল রিকশায় করে পাচারের সময় স্থানীয় লোকজন আটক করে। এরপর পুলিশ চালগুলো জব্দ করে। ওই ইউনিয়নের এক দুই নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার মোছলেহ উদ্দিনের গুদাম থেকে চালগুলো পাচার হচ্ছিল।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন খাদ্য পরিদর্শক আনিসুর রহমানের অনুসন্ধানে ঘটনায় ডিলার মোছলেহ উদ্দিনের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি করে মামলা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
স্ত্রী শ্রীময়ীকে নিয়ে দুশ্চিন্তায় অভিনেতা কাঞ্চন মল্লিক
৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
X
Fresh