• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়ির দুর্গম গ্রামে হামে আক্রান্ত শিশুরা

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১৮:৪৩
খাগড়াছড়ির দুর্গম গ্রামে হামে আক্রান্ত শিশুরা
খাগড়াছড়ির দুর্গম গ্রামে হামে আক্রান্ত শিশুরা। ছবি: আরটিভি অনলাইন

খাগড়াছড়ির দুর্গম গ্রামে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও এ পর্যন্ত ৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকালে ৮ জন শিশু হামের লক্ষণ নিয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ৯ জন হাসপাতালের ওয়ার্ডে রেখে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালকুদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আক্রান্ত এলাকায় শিশুদের দুই-একদিনের মধ্যে হামের টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, আইএসপিআরের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের অনুরোধে সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টারযোগে দুর্গম এলাকা থেকে হামে আক্রান্ত শিশুদের উদ্ধার এবং স্থানীয়দের চিকিৎসা সেবা দিচ্ছেন।

সম্প্রতি বান্দরবান ও রাঙামাটি জেলাতে হামে আক্রান্ত হয়ে শিশুরা মারা যায়। সেখানেও বেশ কয়েকজন শিশু চিকিৎসাধীন রয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তেই জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
X
Fresh