• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইতালিফেরত ৩৬ জনকে ছেড়ে দেয়া হবে আগামীকাল

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১৩:৫১
করোনা গাজীপুর ইতালি
প্রতিকী ছবি

করোনাভাইরাস আছে কিনা এই পর্যবেক্ষণের জন্য ইতালিফেরত ৪৪ জনকে গাজীপুরে আনা হয়েছিল গেল ১৪ মার্চ।

এদিন রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে তারা গাজীপুরে পৌঁছান। পরে তাদেরকে গাজীপুর মহানগরীর মেঘডুবিতে অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট মা শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের লোকজন এসে ইতালিফেরত এসব ব্যক্তিদের পরীক্ষা-নিরীক্ষা করে তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় আটজনকে কুয়েত-চীন মৈত্রী হাসপাতালে নেয়।

তাদের পরীক্ষা-নিরীক্ষা করার পর একজনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়। বাকি সাতজনের শরীরে করোনার লক্ষণ না পাওয়া গেলে পরে তাদেরকে গাজীপুরের কাপাসিয়ার মা শিশু হাসপাতালে রাখা হয়।

মেঘডুবি মা শিশু হাসপাতালে থাকা ৩৬ জনের শরীরে কোনও ধরনের ভাইরাস না পাওয়া যাওয়ায় ১৪ দিন শেষে আগামীকাল সকাল ১০টায় তাদের নিজ বাড়িতে যাওয়ার ব্যবস্থা করবে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh