• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা ঠেকাতে উপজেলা চেয়ারম্যানের হেঁটে হেঁটে মাইকিং

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ১৯:১১
করোনা ঠেকাতে উপজেলা চেয়ারম্যানের হেঁটে হেঁটে মাইকিং
করোনা সচেতনতা বাড়াতে হেঁটে হেঁটে মাইকিং করেন উপজেলা চেয়ারম্যান। ছবি: আরটিভি অনলাইন

‘নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে আতঙ্ক নয়, সতর্ক থাকুন’- এমন শ্লোগান দিয়ে মাইকিং করেছেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা।

আজ শনিবার কাউখালী দক্ষিণ বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত হেঁটে হেঁটে হ্যান্ডমাইক দিয়ে মাইকিং করে জনসাধারণসহ বাজার ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শুরু করে প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেয়ারম্যান মাইকিং এ তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ফার্মেসির দোকান খোলা থাকবে। তবে একত্রে লোক জড়ো হওয়া যাবে না। অপ্রয়োজনে বাজারে আসা যাবে না।

পরে তিনি ৫টি ইউনিয়নের সহস্রাধিক সাধারণ মানুষের মধ্যে লিফলেট, মাস্ক, হ্যান্ড গ্লোবস ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা বলেন, আমাদের অঞ্চল এখনও আল্লাহর রহমতে ভালো আছে। আমরা এ অবস্থা ধরে রাখতে চাই। তাই বাজারের ব্যবসায়ী ও জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। বিদেশফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে অনুরোধ করা হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন সেই দেলোয়ার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং
X
Fresh