• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের চারজন ঢামেকে ভর্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ মার্চ ২০২০, ১৫:৫৮
আহত মৃত্যু সেফটিক
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ আরও দুই ভাই-বোন। আশঙ্কাজনক অবস্থায় এই চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাবুরাইল বটতলা এলাকার স্থানীয় ইট বালুর ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ভোরে তোফাজ্জল হোসেন তার স্ত্রী ফেরদৌসী বেগম তাদের তিন সন্তান হালিমা বেগম,মোহাম্মদ হোসেন সাত মাসের শিশু সন্তান আহাম্মদকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তিন সন্তান নিয়ে ফেরদৌসী ছিলেন এক রুমে আর তোফাজ্জল হোসেন ছিলেন পাশের রুমে। ভোর পৌনে পাঁচটার দিকে বিকট শব্দে বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণ হলে দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে পরিবারের পাঁচজনই গুরুতর আহত হন। ঘরের আসবাবপত্র সব চুরমার হয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাত মাসের শিশু আহাম্মদকে মৃত বলে ঘোষণা করেন। অপর চারজনের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শুক্রবার সকালে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায়।

এলাকাবাসী জানায়, এলাকার গ্যাস পাইপের লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিতাস কর্তৃপক্ষকে বিষয়টি আগে জানালেও তারা ব্যবস্থা নেয়নি। একইসঙ্গে তোফাজ্জল হোসেনের পাশের বাড়িরও সেপটিক ট্যাংকের বিস্ফোরণ হয়েছে। তবে কেউ হতাহত হননি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh