• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাতক্ষীরায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত এক

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ মার্চ ২০২০, ০৯:৪১
বন্দুকযুদ্ধ নিহত সাতক্ষীরা
প্রতিকী ছবি

সাতক্ষীরা সদর উপজেলায় দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার ব্রহ্মরাজপুর এলাকায় দাউদ আলীর আমবাগানে এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ওয়াহেদ আলী গাজী। তিনি ধুলিহর তমালতলা গ্রামের মৃত নবাব আলী গাজীর ছেলে।

পুলিশের দাবি ঘটনাস্থল থেকে তিন জোড়া স্যান্ডেল, দুই রাউন্ড গুলি একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। তার নামে থানায় হত্যা, নাশকতাসহ ছয়টি মামলা রয়েছে।

স্থানীয় বাবু নামের একজন জানান, নিহত ওয়াহেদ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সেইসঙ্গে মাছের ব্যবসা করতেন। সম্প্রতি থানায় তার নামে একটি মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ভোরে চৌকিদারের মাধ্যমে খবর পাই ব্রহ্মরাজপুর এলাকায় গোলাগুলি হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ওয়াহেদ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, সন্ত্রাসী দুদলের মধ্যে গোলাগুলিতে ওয়াহেদ আলী নিহত হয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুরে পাওয়া গেল পরিত্যক্ত এলএমজি, ম্যাগাজিন ও গুলি
রংপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে নিহত ১
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী শঙ্কামুক্ত
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক
X
Fresh