logo
  • ঢাকা সোমবার, ২৫ মে ২০২০, ১১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনা: সরকারি নির্দেশনা উপেক্ষা করে হোটেল-রেস্তোরাঁ খোলা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৬ মার্চ ২০২০, ২১:৪০
করোনা: সরকারি নির্দেশনা উপেক্ষা করে হোটেল-রেস্তোরাঁ খোলা
সরকারি নির্দেশনা উপেক্ষা করে লক্ষ্মীপুরে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখা হয়েছে, ছবি: আরটিভি অনলাইন

লক্ষ্মীপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখা হয়েছে। ফলে সাধারণ নাগরিকরা সেখানে অবাধে যাতায়াত করছেন। এতে প্রবাসী অধ্যুষিত এই জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সচেতনমহল।

জানা গেছে, জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন খাবার হোটেল খোলা থাকায় সেখানে অবাধে জনসমাগম হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চক বাজারে গিয়ে দেখা মিলল এমন চিত্রের। অথচ সরকারের তরফ থেকে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকান বন্ধ করার নির্দেশনা রয়েছে।

এদিকে, স্থানীয় নাগরিকদের সচেতন করতে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু হ্যান্ডমাইকে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া অন্য দোকানিদের দোকান বন্ধ করার অনুরোধ জানিয়ে মাইকিং করছেন। এর পাশাপাশি তিনি সাধারণ মানুষদের একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ জানান।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান জানান, আমরা প্রতিনিয়ত সবাইকে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

অন্যদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,  গেল ৩০ দিনে বিদেশ থেকে লক্ষ্মীপুরে ফিরেছেন ৩ হাজার ৯২১ জন। এর মধ্যে ৮৭২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এজে

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়