logo
  • ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২০, ২৫ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭৩৮০ জনের মৃত্যু, মোট মৃত্যু ৮২ হাজারের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে ১৯৭০ জন। মোট মৃত্যু ১২৮৫৪, আক্রান্তের দিক দিয়েও সবার ওপরে যুক্তরাষ্ট্র। এরপরেই ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪১৭ জনের। মোট মৃত্যু ১০৩২৮ জনের। মোট আক্রান্ত এক লাখ নয় হাজারের বেশি মানুষ। তবে মৃত্যুতে বিশ্বে এখনও শীর্ষ ইতালি, এরপরই স্পেন। ব্রিটেনে হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এক লাফে ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৫ জন, শনাক্ত ৪১ জন, ঢাকায় ২০ জন ও নারায়ণগঞ্জে ১৫ জন এবং এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৩, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন: আইইডিসিআর।

করোনা ঝুঁকিতে পাথরঘাটা মৎস্যবন্দরের জেলেরা

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৬ মার্চ ২০২০, ১৫:৪৬ | আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৭:০৯
মৎস্য করোনা বরগুনা
ছবি সংগৃহীত

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সংক্রমিত লোকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে স্কুল-কলেজ, সব ধরনের প্রাইভেট, কোচিং, সমাবেশ, বিয়ে অনুষ্ঠানসহ লোকসমাগম হয় এমন সবকিছু বন্ধ করেছে প্রশাসন।

উপকূলীয় জেলা বরগুনা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাছের পাইকারি বাজার। যেখানে প্রতিদিন দেশি-বিদেশি মানুষের সমাগম ঘটে। এখানে এখনও অবাধে জনসমাগম ঘটছে করোনা ঝুঁকি উপেক্ষা করে।  সচেতন মহলের দাবি,  প্রশাসনের দ্রুততম সময়ে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তবে প্রশাসন বলছে সরকারি নির্দেশনা পেলে এমন অবাধ জনসমাগম বন্ধ করা হবে।

পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্রটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মাছের বাজার। যেখান থেকে প্রতিদিন শত শত মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন কয়েকশ’ পাইকার। এই ঘাটে প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি ক্রেতা আসেন মাছ ক্রয় করতে। এই বাজারে এসব লোকদের করোনা মোকাবেলায় নেই কোনও সুরক্ষার ব্যবস্থা। কোনও প্রকারের মাস্ক ব্যবহার না করেই তারা নিত্যনৈমিত্তিক কার্যাবলী চালিয়ে যাচ্ছে। নেই মাস্কের সহজলভ্যতা কিংবা হাত ধোয়ার প্রয়োজনীয় ব্যবস্থা। এতে দ্রুত ছড়াতে পারে এই ভাইরাস। তাই সচেতন মহলের দাবি সরকারের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে করোনা ভাইরাস ছড়িয়ে পরতে পারে গোটা উপকূলীয় জেলায় যা মোকাবেলা করা দূরহ হবে।

তবে হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে,  বরগুনা জেলায় বিভিন্ন দেশ থেকে ৭৬৪ জন ব্যক্তি দেশে ফিরেছেন। কিন্তু হোম কোয়ারেন্টিনে রয়েছেন  মাত্র ২৩২ জন ব্যক্তি। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালের  কোয়ারেন্টিনে রয়েছেন মাত্র  একজন ।

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬৪ ৩৩ ১৭
বিশ্ব ১৪২৯৪৩৭ ৩০১১৩০ ৮২১১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়