• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মির্জাপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ১২৭ বাড়িতে লাল পতাকা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ মার্চ ২০২০, ১৪:৪১
মির্জাপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ১২৭ বাড়িতে লাল পতাকা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত হোম কোয়ারেন্টিনে থাকা ১২৭ জনের বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ইতোমধ্যে মির্জাপুর পৌরসভা, জামুর্কি, মহেড়া, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা এবং বাঁশতৈল ইউনিয়নের গণজমায়েত না হওয়ার জন্য বিভিন্ন এলাকার হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, বলেন সকলের সহযোগিতায় দুর্যোগ মোকাবিলার জন্য নিরলস ভাবে কাজ করা হচ্ছে। হোম কোয়ারেন্টিনে থাকা ১২৭ জনের বাড়িতে ইতোমধ্যে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh