logo
  • ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২০, ১৪ চৈত্র ১৪২৬

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৫ মার্চ ২০২০, ১৩:৩৪ | আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৩:৪৭
বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও লবণ বোঝাই ট্রাকের  সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।  নিহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে।

আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে  বগুড়ার শেরপুর উপজেলার ভোগা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন  জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

তিনি জানান, ঢাকা থেকে লবণবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে আর বগুড়া থেকে যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে এই সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে গেলে লবণের বস্তার ওপর বসে থাকা শ্রমিকরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক মারা যান।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়