• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

করোনা প্রতিরোধে ব্লিচিং মেশানো পানি ছিটালো মাদারীপুর পৌরসভা

মাদারীপুর প্রতিনিধি

  ২৪ মার্চ ২০২০, ১৯:৪১
করোনা প্রতিরোধ, মাদারীপুর, পৌরসভা
ব্লিচিং মেশানো পানি ছিটানোর মুহূর্ত।

করোনাভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডার মেশানো সাড়ে ৩ হাজার লিটার পানি ছিটালো মাদারীপুর পৌরসভা।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পৌরসভা চত্বর থেকে শুরু হয় এই কার্যক্রম। এর উদ্বোধন করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। পরে পৌর এলাকার অন্তত একশ’টি স্পটে ব্লিচিং পাউডার মেশানো এই পানি ছিটানো হয়। এর মধ্যে হাসপাতাল, ফুটপাত, হাটবাজার ও মার্কেটকে গুরুত্ব দেয়া হয়।

এ সময় পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, সরকারের নির্দেশনা মোতাবেক ব্লিচিং পাউডারের সঙ্গে পানি মিশিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে দেয়া হচ্ছে। করোনা প্রতিরোধে যা নিয়মিত চলমান থাকবে।

এদিকে মাদারীপুর জেলাকে করোনার সবচেয়ে বেশিপূর্ণ এলাকা মনে করছে স্থানীয় প্রশাসন। এজন্য বিভিন্ন এলাকায় দোকানপাটসহ যানবাহন বন্ধ করা হয়েছে। এরইমধ্যে শিবচর উপজেলায় ৪টি এলাকার ৮০ হাজার মানুষ ৫দিন ধরে গৃহবন্দি। করোনাভাইরাসের আশঙ্কায় আটকা পড়া এসব এলাকার দুই হাজার পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছে প্রশাসন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রিতু 
হিলিতে কাউন্সিলরকে মারধর, পৌরসভার নাগরিক সেবা বন্ধ
মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র আফরিন
বকশীগঞ্জ পৌরসভার মেয়র হলেন ফকরুজ্জামান মতিন 
X
Fresh