• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে ৯ ব্যবসায়ীকে জরিমানা

হিলি প্রতিনিধি

  ২৪ মার্চ ২০২০, ১৯:১১
দিনাজপুর, হিলি, করোনাভাইরাস, সতর্কতা, ব্যবসায়ী, জরিমানা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মুহূর্ত।

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাস সতর্কতায় ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল রেস্তেরাঁ ও সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করলেও এই নির্দেশনা না মানায় ৯ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম।

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান, হাট-বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কার্যক্রম যারা মানছে না তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছি। আজকে নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখায় ৯ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক আকন্দ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, হিলি বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
হিলিতে প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh