• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের জরিমানা

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ মার্চ ২০২০, ১০:১৮
শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের জরিমানা
ফাইল ছবি

হোম কোয়ারেন্টিনের নিয়ম লঙ্ঘন করে শ্বশুরবাড়ি বেড়াতে আসায় বরগুনায় এক সিঙ্গাপুর প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মার্চ) বিকেলে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এ জরিমানা করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় ওই প্রবাসীকে হোম কোয়ারেন্টি রাখা হয়।

দণ্ডপ্রাপ্ত ওই প্রবাসী বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি গত ২ মার্চ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসেন।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, সিঙ্গাপুর প্রবাসী ওমর ফারুকের হোম কোয়ারেন্টিনের বিষয়ে খোঁজ নিতে প্রথমে তার গ্রামের বাড়িতে যান তিনি। কিন্তু ওমর ফারুকে বাড়িতে পাননি তিনি।