• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: রাজশাহীতে কাঁচাবাজার ও মুদি দোকান বন্ধ ঘোষণা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ মার্চ ২০২০, ১৮:২৩
করোনাভাইরাস: রাজশাহীতে কাঁচাবাজার ও মুদি দোকান বন্ধ ঘোষণা
রাজশাহী

রাজশাহী নগরীর কাঁচাবাজার ও মুদি দোকানিরা করোনার কারণে সরবরাহ কম বলে বেশি দামে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করছে। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় জেলা প্রশাসনের উদ্যেগে। তবে, ব্যবসায়ীরা ব্যাপকহারে জরিমানা করার অভিযোগ তুলে কাঁচাবাজার ও মুদি দোকান বন্ধ করার ঘোষণা দিয়েছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে জরুরি সভা করে মালিক সমিতির সভাপতি ফাইজুল ইসলাম এ ঘোষণা দেন। এরপর বাজার এলাকায় সমিতির পক্ষ থেকে মাইকিং করা হয়।

এ ব্যাপারে ফাইজুল ইসলাম বলেন, ‘আমরা যে দামে পণ্য কিনছি, তার চেয়ে কম দামে বিক্রি করতে নির্দেশ দিয়ে যাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। মালামাল কেনার রশিদ দেখিয়েও লাভ হচ্ছে না। এতে ব্যবসায়ীরা ব্যাপক লোকসানে পড়ছেন। তারা তো রীতিমতো চাঁদাবাজি করছে। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্ধ না করা পর্যন্ত আমরা সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

জানতে চাইলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, ‘নিয়ম মেনে বাজার মনিটরিং করা হচ্ছে। যারা নিয়ম মেনে ব্যবসা করছেন, তাদের কোনও জরিমানা করা হচ্ছে না। আমরা কেবল অসাধু ব্যবসায়ীদের আইন মেনে অর্থদণ্ড দিচ্ছি। এতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকছে।’

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
X
Fresh