logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে এক ব্যক্তির মৃত্যু, নতুন আক্রান্ত তিনজন, সবশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছিল এক সপ্তাহ আগে: আইইডিসিআর।

করোনাভাইরাস: এবার টাঙ্গাইলের যৌন পল্লী বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২০ মার্চ ২০২০, ২১:২৪ | আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:৫৩
করোনাভাইরাস: এবার টাঙ্গাইলের যৌন পল্লী বন্ধ
ফাইল ছবি

করোনাভাইরাস আতঙ্কে দেশের দ্বিতীয় বৃহত্তম টাঙ্গাইলের যৌনপল্লী আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (২০ মার্চ) রাতে এই ঘোষণা দেওয়া হয়। ফলে এখন থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই পল্লীতে বাইরের কেউ ভেতরে এবং ভেতরের কেউ বাইরে যেতে পারবে না।

জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়ে যাতে যৌনকর্মীরা খাদ্য সংকটে না পড়ে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা চাল বিতরণ করা হয়। এছাড়াও নিষেধাজ্ঞার দিনগুলোতে যৌনকর্মীদের খাওয়া-দাওয়াসহ যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানানো হয়।

জেলা প্রশাসনের এই নির্দেশনা কেই না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এজে

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৪ ২৫
বিশ্ব ৮৮৭০৬৭ ১৮৫৫৪১ ৪৪২৬৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়