• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে হোম কোয়ারেন্টিনে ৪৪ জন

স্টাফ রিপোর্টার, নরসিংদী

  ১৮ মার্চ ২০২০, ২০:৪৭
নরসিংদীতে হোম কোয়ারেন্টিনে ৪৪ জন

নরসিংদীতে করোনাভাইরাস মোকাবিলায় আজ বুধবার পর্যন্ত বিদেশ ফেরত ৪৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে নরসিংদী সদরে ১১ জন, শিবপুরে ১৭ জন, রায়পুরায় ১০ জন, পলাশে ৩ জন, মনোহরদীতে ২ জন ও বেলাবতে ১ জন। এদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৭ জন নারী।

নরসিংদীর সিভিল সার্জন জানান, নরসিংদীতে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনও রোগী শনাক্ত হয়নি। যারাই বিদেশ থেকে দেশে ফিরছেন তাদেরকে স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে দুই সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

এদিকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রাখার পর করোনা সংক্রমণ না পাওয়ায় একজন প্রবাসীকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম, নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh