• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে বিদেশফেরত ৩৩ জন হোম কোয়ারেন্টিনে

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০২০, ১৫:০৩
সিরাজগঞ্জে বিদেশফেরত ৩৩ জন হোম কোয়ারেন্টিনে

সিরাজগঞ্জে চীন ও ইতালিসহ বিভিন্ন দেশ থেকে আসা ৩৩ জন প্রবাসীকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলার উল্লাপাড়া উপজেলায় ১২ জন, বেলকুচি উপজেলায় ১১ জন, রায়গঞ্জে ৪ জন, সদরে ৫ জন ও কাজিপুর উপজেলায় ১ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদের মধ্যে করোনার কোনও লক্ষণ ছাড়াই ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের একটি এবং প্রতিটি উপজেলায় একটি করে মোট ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা ৬৩টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।

এছাড়া কোভিড-19 করোনার বিস্তার ঠেকাতে জেলায় লিফলেট, পোস্টার ও প্যানাবোর্ডের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh