logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     বিশ্বজুড়ে একদিনে এক লাখের বেশি আক্রান্ত, ৬ হাজার মৃত্যু, এই মৃত্যুর অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে: বিবিসি। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দুজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন: আইইডিসিআর। যুক্তরাজ্যে ১ দিনে শুধু বুধবার ৫৬২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৪৩২৪, মোট মৃতের সংখ্যা ২৩৫২, মোট আক্রান্ত ২৯৪৭৪ জন: এএফপি। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখল আমেরিকা- ৮৬৫ জন, মোট মৃত্যু ৩ হাজার ৮৭৩, আক্রান্তের পরিসংখ্যানেও প্রথম স্থানে আমেরিকা- এক লাখ ৭৫ হাজার: ডয়েচে ভেলে। ইউরোপে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে, শুধু স্পেন ও ইতালিতেই মৃত্যু ২০ হাজারের বেশি, ইতালিতে ১২৪২৮, যুক্তরাজ্যে ১৭শ ছাড়িয়েছে: বিবিসি।

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৪ মাদরাসা ছাত্রসহ নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৫ মার্চ ২০২০, ১১:০৭ | আপডেট : ১৫ মার্চ ২০২০, ১২:২০
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। 
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। 

নিহতরা হলেন- ইয়াসিন আরাফাত (২৭), ইলিয়াস হোসেন (২২), খালিদ মাহমুদ (২১) এবং ইমরান হাসান (১৪)। এরা সবাই ঢাকার তেজগাঁও উত্তর বেগুনবাড়ি ইসলামী মাদরাসার ছাত্র।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ শহিদ আলম জানান, নাটোরের মা এশায়ে খাদিজাতুল মহিলা মাদরাসার ইসলামী জালসা শেষে মাদরাসার ছাত্রবোঝাই ঢাকাগামী একটি বাস রোববার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাদরাসা ছাত্র নিহত এবং আরও অন্তত ১২ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং আহত ইলিয়াসকে ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। 

অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায় বলে জানান আবাসিক চিকিৎসক ডা. ফরিদুল ইসলাম। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে।

এসএস

এসএস

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৬ ২৬
বিশ্ব ৯৩৭৫৬৭ ১৮৪৩১১ ৪৭২৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়