• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় নৌকাডুবি: নববধূর খোঁজে পদ্মার দিকে তাকিয়ে স্বামী 

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০৭ মার্চ ২০২০, ২১:৩৩
Sailing boat, Rajshahi
ফাইল ছবি

রাজশাহী মহানগরীর শ্রীরামপুরে বৌভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ছয়জনের। কনেসহ নিখোঁজ রয়েছেন তিনজন।

নৌকাডুবির ঘটনার পর একদিনের ব্যবধানে বিয়ে বাড়িতে এখন কেবল শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মাপার। নিখোঁজদের অপেক্ষায় বর আসাদুজ্জামান রুমন (২৬)।
নববধূর সুইটি খাতুন পূর্ণিমার খোঁজে পদ্মার দিকে তাকিয়ে আছেন তিনি। এরই মধ্যে পার হয়ে গেছে ২৪ ঘণ্টা।

আজ সারাদিন পদ্মাপারে ছিলেন রুমন। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। চোখ দিয়ে ঝরছে পানি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, হঠাৎ আমাদের নৌকা নষ্ট হয়ে যায়। এরপর জোরে বাতাস এসে উল্টে যায় নৌকাটি। অন্যদের সঙ্গে সাঁতরে তীরে ফিরলেও পূর্ণিমাকে হারিয়ে ফেলি।

এর আগে ৫ মার্চ পবা উপজেলার চরখিদিরপুর এলাকার ইনসার আলীর ছেলে আসাদুজ্জামান রুমনের সঙ্গে একই উপজেলার ডাঙেরহাট এলাকার শাহীন আলীর মেয়ে সুইটি খাতুন পূর্ণিমার বিয়ে হয়।

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

তদন্ত কমিটির প্রধান রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, ডুবে যাওয়া নৌকা দুটি ছিল ডিঙি নৌকা। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
মোজাম্বিক উপকূলে নৌকাডুবি, ৯০ জনেরও বেশি নিহত
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
সেনেগালে নৌকাডুবিতে অন্তত ২০ অভিবাসীর মৃত্যু
X
Fresh