• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় চার মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ মার্চ ২০২০, ১৮:১৩
ব্রাহ্মণবাড়িয়ায় চার মোটরসাইকেলসহ চোরচক্রের ৬ সদস্য আটক
উদ্ধার করা চোরাই মোটরসাইকেল।

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ছয় যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ মার্চ) শহরের পীরবাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। র‌্যাব জানায় আটক যুবকেরা চোরাকারবারের সঙ্গে জড়িত।

তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মুসা, নাদিম খান, কামাল হোসেন, ইফরাত খান হৃদয়, কসবা উপজেলার নাদিম এবং আখাউড়া উপজেলার জাহিদুল ইসলাম জনি।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জেলা শহরের পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থান থেকে অন্যদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।

উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে একটি ভারতীয় ব্র্যান্ড পালসার এবং তিনটি অ্যাপাচি। যেগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চাঁদপুরে আন্তজেলা চোরচক্রের ৩ সদস্য আটক 
X
Fresh